দেশের অন্যতম শীর্ষস্থানীয় স্বাস্থ্যসেবা সংস্থা মণিপাল হসপিটালস গ্রুপের অংশ, মণিপাল হাসপাতাল ইএম বাইপাস, আজ মালদহে এক ইন্টারেক্টিভ মিডিয়া সেশনের আয়োজন করেছে। ক্যান্সার চিকিৎসায় তাদের দক্ষতা তুলে ধরতে এবং পূর্বাঞ্চলে উন্নত ক্যান্সার পরিষেবা প্রদানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করাই ছিল এর লক্ষ্য। এই ইভেন্টের মাধ্যমে গণমাধ্যম কর্মীদের স্বাস্থ্যসেবা সম্পর্কে ক্ষমতায়নের জন্য ‘অন্বেষণ – মেডিক্যাল এডুকেশন ফর মিডিয়া’ উদ্যোগ চালু করা হয়। ডাঃ সৌরভ দত্ত, ডিরেক্টর – মণিপাল অঙ্কোলজি সার্ভিসেস এবং ডাঃ হর্ষ ধর, সিনিয়র কনসালট্যান্ট – সার্জিক্যাল অঙ্কোলজি, ক্যান্সারের উন্নত চিকিৎসা, প্রাথমিক সনাক্তকরণ এবং পূর্বাঞ্চলে হেড অ্যান্ড নেক ক্যান্সারের ক্রমবর্ধমান অবস্থা নিয়ে আলোচনা করেন।
ডাঃ সৌরভ দত্ত জানান, ভারতে প্রতি বছর ১.৫ লক্ষেরও বেশি নতুন হেড অ্যান্ড নেক ক্যান্সারের কেস ধরা পড়ে। তিনি বলেন, মণিপালে রোবোটিক সার্জারি, মাইক্রোভাসকুলার ফ্রি-ফ্ল্যাপ সার্জারি এবং উন্নত রেডিওথেরাপির মতো সমস্ত চিকিৎসা এক ছাদের নিচে দেওয়া হয়। ডাঃ হর্ষ ধর বলেন, “ভারতে প্রতি বছর ১৪৩,০০০-এরও বেশি নতুন মুখ এবং ঠোঁটের ক্যান্সারের রোগী ধরা পড়ে। প্রাথমিক পর্যায়ে সনাক্ত ও চিকিৎসা করা গেলে ক্যান্সারের ক্ষেত্রে আরোগ্যের সম্ভাবনা ৪০-৫০% থেকে বেড়ে ৭০-৮০% পর্যন্ত হয়।”
শিবিরে উপস্থিত ক্যান্সার থেকে আরোগ্য লাভ করা তিনজন রোগী, যাঁদের টিউমার এবং জিহ্বার ক্যান্সারের জন্য জটিল অস্ত্রোপচার ও রিকনস্ট্রাকশন করতে হয়েছিল, তাঁরা মণিপাল ইএম বাইপাসের মানব-কেন্দ্রিক এবং বিশেষজ্ঞ দলের ভূমিকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁদের অভিজ্ঞতা প্রাথমিক রোগ নির্ণয় এবং সময়োপযোগী উন্নত চিকিৎসার গুরুত্বকে তুলে ধরে।
