রাজ্য সড়কের উপর উল্টে গেল ধান বোঝাই একটি ট্রাক। শনিবার ঘটনাটি ঘটেছে সাহুডাঙ্গি – গন্ডারমোড় রাজ্য সড়কের বলরাম হাট সংলগ্ন এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মালবাহী ট্রাকটি ধান নিয়ে বলরাম সংলগ্ন একটি কারখানার দিকে যাচ্ছিল। আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি সড়কের উপর উল্টে যায়। এই ঘটনায় ট্রাকের চালক সামান্য আহত হন।
দুর্ঘটনার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ক্যানেলমোড় ট্রাফিক আউট পোস্টের পুলিশ ও ভোরের থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনাগ্রস্ত ট্রাকটি দ্রুত উদ্ধার করে রাস্তা পরিষ্কার করা হয় যাতে যান চলাচল স্বাভাবিক রাখা যায়।
এই ঘটনার জেরে এলাকায় সাময়িক যানজট তৈরি হলেও, পুলিশের তৎপরতায় পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ।
