গত ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে শিলিগুড়ি সন্তোষীনগরের এক ব্যবসায়ী ট্রাক বোঝাই চাল চুরি সংক্রান্ত মামলা রুজু করে এনজেপি থানায়।এরপরেই সেই চুরির তদন্ত নামে এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ। এই সূত্র ধরে মুর্শিদাবাদ থেকে গ্রেপ্তার করা হয় সেই গাড়ি চালক আব্দুল্লাহ মল্লিককে।
তার জবানবন্দীর সূত্র ধরে গত বৃহস্পতিবার দুপুরে ফুলবাড়ি টোল প্লাজার সামনে থেকে আটক করা হয় একটি মুসুর ডাল বোঝাই WB-45 5296 নম্বরের চৌদ্দ চাকার ট্রাক। ট্রাকে থাকা গাড়ির মালিক তথা চালক মুর্শিদাবাদ জেলা নিবাসী আলীম শেখকে গ্রেফতার করে এনজেপি থানায় নিয়ে আসা হয়। জিজ্ঞাসবাদে ধৃতরা পুলিশকে জানায় যে,তারা দির্ঘদিন ধরেই ওই ট্রাকের রঙ বদল করে বিভিন্ন জায়গা থেকে সামগ্রী ভাড়া নিয়ে চুরির কারবার চালাতো।
বিগত দিনে চাল চুরির কান্ডেও এই ট্রাক ব্যাবহার করা হয়েছিল। এবার ডাল চুরির পরিকল্পনা ছিল তাদের। শুক্রবার তদন্তের স্বার্থে ধৃতদের ১৪ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।
