অভিনব কায়দায় প্রতারিত তুফানগঞ্জের কাউন্সিলর, খোয়ালেন ৪১ হাজার টাকা

অভিনব প্রতারণার ফাঁদে পড়লো তুফানগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনিমেষ তালুকদার। প্রতারণার শিকার হয়ে খোয়ালেন ৪১ হাজার টাকা। ঘটনায় হতবাক অনিমেষবাবু শনিবার তুফানগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। জানা গিয়েছে, শনিবার সকালে বাড়িতে কাজ করছিলেন অনিমেষবাবু।

সেই সময় একটি অপরিচিত নম্বর থেকে ফোন আসে। ফোনের অপর প্রান্তে থাকা ব্যক্তি নিজেকে ব্যাংকের কর্মী বলে পরিচয় দেয়। কথোপকথনের এক পর্যায়ে প্রতারক মোবাইলে একটি ওটিপি (OTP) পাঠিয়ে তা কাউন্সিলরের কাছে জানতে চায়। অনিমেষবাবু সহজ সরলভাবে সেই ওটিপিটি জানিয়ে দেন। কিছুক্ষণের মধ্যেই তাঁর ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৪১ হাজার টাকা উধাও হয়ে যায়।

প্রথমে কিছু বুঝে উঠতে না পারলেও কিছুক্ষণ পরেই ব্যাংকের পক্ষ থেকে ফোন আসে, তিনি কোনো টাকা তুলেছেন কি না তা জানতে চাওয়া হয়। তখনই তিনি প্রতারণার বিষয়টি বুঝতে পারেন ও দ্রুত থানার দ্বারস্থ হন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে।