পশ্চিমবঙ্গে নতুন ইভি ‘টিভিএস অরবিটার’ লঞ্চ

বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় দুই ও তিন-চাকার বাহন প্রস্তুতকারক সংস্থা টিভিএস মোটর কোম্পানি পশ্চিমবঙ্গে তাদের নতুন ইলেকট্রিক স্কুটার ‘টিভিএস অরবিটার’ লঞ্চ করার কথা ঘোষণা করেছে। আধুনিক প্রযুক্তি এবং দৈনন্দিন যাতায়াতের স্বাচ্ছন্দ্যকে মাথায় রেখে তৈরি এই স্কুটারটির দাম রাখা হয়েছে ১,০৩,২০০ টাকা (এক্স-শোরুম, পশ্চিমবঙ্গ)। এতে রয়েছে ৩.১ কিলোওয়াট-এর শক্তিশালী ব্যাটারি, যা একবার চার্জ দিলে ১৫৮ কিমি পথ চলতে পারে। এই স্কুটারে প্রথমবারের মতো সামনের দিকে ১৪ ইঞ্চির বড় চাকা ব্যবহার করা হয়েছে, যা চালককে বাড়তি নিয়ন্ত্রণ ও আরাম দেবে। এছাড়া এতে রয়েছে ক্রুজ কন্ট্রোল, হিল হোল্ড অ্যাসিস্ট এবং ৩৪ লিটারের বিশাল বুট স্পেস, যেখানে অনায়াসেই দুটি হেলমেট রাখা যাবে।

প্রযুক্তিগত দিক থেকে এই স্কুটারটি অত্যন্ত উন্নত। এতে রয়েছে কালার এলসিডি ডিসপ্লে, টার্ন-বাই-টার্ন নেভিগেশন এবং ইনকামিং কল অ্যালার্টের সুবিধা। সুরক্ষার জন্য এতে ক্র্যাশ ও ফল অ্যালার্ট, অ্যান্টি-থেফট এবং জিও-ফেন্সিংয়ের মতো স্মার্ট বৈশিষ্ট যুক্ত করা হয়েছে। চালকরা মোবাইল অ্যাপের মাধ্যমে ব্যাটারি চার্জ এবং গাড়ির লোকেশন দূর থেকেই পরীক্ষা করতে পারবেন।

স্কুটারটি নিওন সানবার্স্ট, স্ট্রেটোস ব্লু, লুনার গ্রে-সহ মোট ৬টি আকর্ষণীয় রঙে পাওয়া যাবে। এর ৮৪৫ মিমি লম্বা সিট এবং প্রশস্ত ফুটবোর্ড দীর্ঘ যাত্রাতেও আরাম নিশ্চিত করে। লঞ্চ প্রসঙ্গে টিভিএস মোটর কোম্পানির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শ্রী অনিরুদ্ধ হালদার বলেন, “পশ্চিমবঙ্গের গ্রাহকদের চাহিদাকে গুরুত্ব দিয়ে আমরা টিভিএস অরবিটার বাজারে এনেছি।“