বাংলাদেশ সীমান্ত জলপাইগুড়ি জেলা লাগোয়া কোচবিহার জেলার হলদিবাড়িতে বেআইনিভাবে অনুপ্রবেশের অভিযোগে গ্রেফতার ২ বাংলাদেশী নাগরিক। বেআইনিভাবে সীমান্ত পেরিয়ে দুর্গাপুজো দেখতে এসে বিপাকে দুই বাংলাদেশি। গ্রামবাসীদের সন্দেহ হতেই আটক করে পুলিশে খবর দেওয়া হলে হলদিবাড়ি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যায়।
ধৃতদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে। আজ ধৃতদের মেখলিগঞ্জ আদালতে তোলা হলে সাত দিনের পুলিশ রিমান্ডের আবেদন জানায় পুলিশ। কীভাবে এবং কেন তারা সীমান্ত পেরিয়ে এদেশে এল তা খতিয়ে দেখছে পুলিশ। ধৃতরা হলেন কালিপদ রায় ( ৫০ ) এবং যশোরথ রায় ( ২৮ )।
বাড়ি বাংলাদেশের নীলফামারী জেলায়। তিস্তা নদী পেরিয়ে তারা ভারতে প্রবেশ করেছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ।
