গতকাল গভীর রাত ডোমকাল থানার পুলিশ মুর্শিদাবাদের ডেমকলের ভাতসালার কাছে একটি অভিযান চালিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করার অভিযোগে বাংলাদেশের দুই যুবককে গ্রেফতার করে পুলিশ। উদ্ধার হয় বাংলাদেশি সিম কার্ড সহ দুটি মোবাইল। পুলিশ সুত্রে জানাযায়, ধৃতদের নাম আকাশ সেখ (২০), বাড়ি বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার সাকুয়া এলাকায়। আর এক জনের নাম রবি সেখ @ সানু (১৯) বাড়ি বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার সাকুয়া এলাকায়।
গতকাল গভীর রাতে মুর্শিদাবাদ জেলার ডোমকলে ভাতসালার কাছে ডোমকল থানার আইসি পার্থ সারথি মজুমদারের নেতৃত্ব পুলিশের একটি টিম অভিযান চালিয়ে দুই যুবককে আটক করে। তাদের কাছে তল্লাশি চালিয়ে বাংলাদেশি সিম কার্ড সহ দুটি মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ। পুলিশের জিজ্ঞাসাবাদে, উভয়ই বাংলাদেশে থেকে নৌক করে পদ্মা নদী পার হয়ে অবৈধ ভাবে ভারতে সীমান্তে প্রবেশ করে বলে জানায়, এছাড়া তারা কোনও বৈধ ভ্রমণের নথি দেখাতে ব্যর্থ হয়ে এবং কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে প্রবেশ করার কথা স্বীকার করে।
তারপর তাদের গ্রেফতার করে পুলিশ। যথাযথভাবে, একটি নির্দিষ্ট মামলা রুজু করা হয়েছে তাদের বিরুদ্ধে। আজ ধৃতদের আদালতে পাঠায় পুলিশ। কি কারনে তারা ভারতে অবৈধ ভাবে প্রবেশ করেছিল তাদের অন্য কোন উদ্দেশ্য ছিল কিনা তার তদন্ত করে দেখছে ডোমকল থানার পুলিশ।
