সারা দেশে আজ পালিত হচ্ছে বীর বিরসা মুন্ডার ১৫০তম জন্মবার্ষিকী। সেই সাথে জলপাইগুড়ি ও শিলিগুড়িতেও মহা সমারোহে পালিত হল বিরসা মুন্ডার জন্মদিবস। দিনভর বিভিন্ন সাংস্কৃতিক কর্মসূচি, শোভাযাত্রা ও শ্রদ্ধাজ্ঞাপনের মধ্য দিয়ে মহান এই স্বাধীনতা সংগ্রামীর আদর্শকে স্মরণ করা হয়।
শনিবার সকালে জলপাইগুড়ির বেলাকোবা বটতলা এলাকা থেকে বের হয় একটি বর্ণাঢ্য শোভাযাত্রা। শোভাযাত্রাটি শিকারপুর চা-বাগান পর্যন্ত অগ্রসর হয়। উপস্থিত ছিলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় সহ এলাকার বিশিষ্টজনেরা। বিরসা মুন্ডার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে তাঁরা আদিবাসী সমাজের অধিকাররক্ষার সংগ্রামে তাঁর অবদানের কথা স্মরণ করেন।
অন্যদিকে, শিলিগুড়ি মহকুমার পাথরঘাটা অঞ্চলের ৩ নম্বর মোড়ে বীর বিরসা মুন্ডার ১৫০তম জন্মজয়ন্তী পালন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য, মাটিগাড়া – নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মন সহ দার্জিলিং জেলা বিজেপির সভাপতি অরুন মন্ডল। বীর বিরসা মুন্ডার মূর্তিতে মাল্যদান করে তাঁরা জানান, তাঁর লড়াই আজও প্রাসঙ্গিক, সমাজকে সত্য ও সাহসের পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে।
উভয় জেলাতেই বীর বিরসা মুন্ডার জীবনাদর্শ ও সংগ্রামের কথা নতুন প্রজন্মের সামনে তুলে ধরার বার্তা দেওয়া হয় বিভিন্ন অনুষ্ঠানে।
