এয়ার ইন্ডিয়া ফ্লাইট বাতিলের জেরে বিড়ম্বনায় কংগ্রেসের দুই সাংসদ, কারণ সেই যান্ত্রিক ত্রুটি

এয়ার ইন্ডিয়ার উড়ানে আবারও যান্ত্রিক গোলযোগ দেখা দেওয়ায় কোচি থেকে দিল্লিগামী একটি ফ্লাইট বাতিল করা হয়েছে। এর ফলে বিপাকে পড়েছেন দুই কংগ্রেস সাংসদ—এর্নাকুলামের হিবি ইডেন এবং রাজ্যসভার সাংসদ জেবি ম্যাথার। রবিবার রাতে এয়ার ইন্ডিয়ার বিমান এআই ৫০৪ রাত ১০টা ৪০ মিনিটে কোচি থেকে দিল্লির উদ্দেশ্যে উড়ার কথা ছিল, কিন্তু শেষ মুহূর্তে প্রযুক্তিগত ত্রুটি ধরা পড়ায় উড়ানটি বাতিল করা হয়। সাংসদ হিবি ইডেন ফেসবুকে পোস্ট করে ঘটনার কথা জানান। পরবর্তীতে এয়ার ইন্ডিয়া এক বিবৃতিতে জানায় যে তারা ঘটনার জন্য দুঃখিত এবং যাত্রীদের অন্য বিমানে স্থানান্তরিত করা হয়েছে।