বিধানসভা নির্বাচনের পূর্বে দুদিনের বৈঠক

মাঝে অপেক্ষা আর কয়েকটা মাসের, তারপরেই আসন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন। চারদিকেই চলছে সাজ সাজ রব। তৎপর ভাবে কাজ করছে রাজনৈতিক দলগুলি। এই আবহে এবার বিহারে বিশেষ নিবিড় সমীক্ষা অর্থাৎ SIR-র পরই ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়েছে।

রাজধানী দিল্লিতে ২ দিনের বৈঠক বসছে জাতীয় নির্বাচন কমিশন। জানা গিয়েছে, এদিন সব রাজ্যের মুখ্য নির্বাচনী কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। বিহারে SIR নিয়ে রাজনৈতিক উত্তেজনা দেখা গিয়েছিল। বিরোধীরা নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হলেও কমিশন জানায়, স্বচ্ছ ভোটার তালিকার জন্যই বিশেষ নিবিড় সমীক্ষা করা হয়েছে।

এবার প্রশ্ন উঠছে, বিহারের মতো অন্যান্য রাজ্যেও কি SIR হবে। নির্বাচন কমিশন স্পষ্ট করে জানিয়েছে, দেশব্যাপী SIR হবে। তবে প্রাথমিকভাবে যে রাজ্যগুলিতে বিধানসভা নির্বাচন রয়েছে, সেই রাজ্যগুলিতে আগে SIR শেষ করতে কমিশন যে তৎপর, তা পরিষ্কার। বাংলার ভোটও কয়েক মাস পরে। তাই বাংলায় SIR হবে কি না, তা নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে।