সুকান্ত মজুমদারের উদ্যোগে বালুরঘাটে দুই দিনের এমপি ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন

বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারের উদ্যোগে আজ ২২শে ডিসেম্বর এবং আগামীকাল তেইশে ডিসেম্বর দুদিন ব্যাপী সাংসদ ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হলো বালুরঘাটে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্দেশে বিজেপির প্রতিটি সাংসদ সারাদেশব্যাপী তাদের সংসদীয় ক্ষেত্রে  এই সাংসদ ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করছে।

সেই কর্মসূচির অংশ হিসেবে কেন্দ্রীয় মন্ত্রী তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারের উদ্যোগে আজ থেকে শুরু হলো এই সাংসদ ক্রীড়া প্রতিযোগিতা। বালুরঘাট টাউন ক্লাব ময়দানে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে। যেখানে দাবা ব্যাডমিন্টন ফুটবল সহ পাঁচটি খেলা অনুষ্ঠিত হবে।

সুকান্ত মজুমদার জানিয়েছেন তার লোকসভা জুড়ে প্রায় ৬০০ জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চলেছে। সাংসদ জানিয়েছেন আজ খো খো, ব্যাডমিন্টন এবং দাবা, এই তিনটি প্রতিযোগিতা আয়োজিত হবে আগামীকাল ফুটবল এবং যোগাসন এই দুটি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।