বৃহস্পতিবার শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়া ব্লকের বিধান নগরের ২৭ নম্বর জাতীয় সড়কের উপর দুর্ঘটনার কবলে স্কুটি। এই ঘটনায় আহত স্কুটিতে থাকা দুইজন আরোহি। জানা গিয়েছে স্কুটিতে করে দুজন আরোহী শিলিগুড়ি থেকে ইসলামপুরের দিকে যাচ্ছিল।
এরপর শিলিগুড়ি মহকুমার বিধান নগরে সাতাশ নম্বর জাতীয় সড়কে এসে পৌঁছতেই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর পড়ে যায়। এবং থাকা দুজন গুরুতর আহত হয়। এই দেখে তড়িঘড়ি স্থানীয়রা খবর দেয় বিধান নগর থানার পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বিধান নগর থানার পুলিশ।
এরপর আহতদের উদ্ধার করে প্রথমে বিধান নগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে সেখানে তাদের অবস্থার অবনতি হলে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে তাদের চিকিৎসা চলছে। অন্যদিকে দুর্ঘটনাগ্রস্থ স্কুটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
