বালুরঘাট – হিলি, বুনিয়াদপুর – কালিয়াগঞ্জ ও গাজোল – গুঞ্জরিয়া রেলপথের দ্রুত সম্প্রসারণের দাবিতে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে বৈঠক করলেন দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার ও উত্তর দিনাজপুরের রায়গঞ্জের সাংসদ কার্তিক পাল।
বৃহস্পতিবার দিল্লিতে রেলমন্ত্রীর সঙ্গে এই বৈঠকে দুই সাংসদ জানিয়ে দেন, দিনাজপুরের দু’জেলার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও যাতায়াতের সুবিধার জন্য উল্লিখিত রেলপথগুলির কাজ দ্রুত সম্পন্ন করা অত্যন্ত জরুরি।
সাংসদরা রেলমন্ত্রীর কাছে আরও দাবি জানান বালুরঘাট থেকে ব্যাঙ্গালোর পর্যন্ত নতুন ট্রেন পরিষেবা চালু, দুই দিনাজপুরে রেল অবকাঠামো আরও উন্নত করা সহ সাধারণ মানুষের জন্য যাতায়াত ব্যবস্থাকে আরও সহজ ও আধুনিক করা হোক।
রেলমন্ত্রী বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করার আশ্বাস দেন বলে জানা গিয়েছে।
