মঙ্গলবার রাতের দিকে সেভক পর্যটননগরে নাকা চেকিং চলাকালীন বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক সহ দুই যুবককে গ্রেফতার করল সেভক পুলিশ পোস্টের একটি বিশেষ দল। সুভাষচন্দ্র দাস (ওসি, সেভক পুলিশ পোস্ট)-এর নেতৃত্বে অভিযান চালিয়ে পুলিশ দুই ব্যক্তিকে আটক করে। ধৃতদের নাম – ১. নিখিল ভুজেল, ২. ইয়াবেশ গন্দরবা, দুজনেই কালিম্পং জেলার তিস্তা এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে :
স্পাকোর ভন ক্যাপসুল: মোট ১৪৪০ পিস
অ্যাসকোডেক্স সিডি প্লাস কাশির সিরাপ: মোট ১৫০ বোতল
একটি KTM মোটরসাইকেল (নম্বর: WB 79A 905)
জানা গিয়েছে, ওই দুই ব্যক্তি শিলিগুড়ি থেকে কালিম্পং যাওয়ার পথে এই মাদকদ্রব্য বহন করছিল। পুলিশের প্রাথমিক অনুমান, নিষিদ্ধ এই ওষুধ ও কাশির সিরাপ মাদকসেবনের উদ্দেশ্যে পাচার করা হচ্ছিল। সমস্ত তল্লাশি ও জব্দের কাজ NDPS আইনের নির্ধারিত নিয়ম মেনে করা হয়েছে। ধৃত দুই ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে তাদের গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনার পেছনে বৃহৎ মাদকচক্রের যোগ থাকতে পারে, এবং তদন্ত সেই দিকেই এগোচ্ছে।
