২৫ জুন দিনহাটায় বিজেপির তিরঙ্গা যাত্রা ঘিরে রাজনৈতিক উত্তেজনা চরমে। উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী ও দিনহাটার বিধায়ক উদয়ন গুহ স্পষ্ট বার্তা দিয়েছেন—এই কর্মসূচি কোনওভাবেই সফল হতে দেওয়া যাবে না। শনিবার কোচবিহারের রবীন্দ্র ভবনে তৃণমূলের এক কর্মীসভায় তিনি বলেন, “বিজেপি ঘরের মধ্যে থাকলেও এখনও শেষ হয়ে যায়নি। তিরঙ্গা যাত্রার মাধ্যমে তারা অক্সিজেন নেওয়ার চেষ্টা করছে। আমাদের দলীয় কর্মীদের বলব, এই কর্মসূচি ব্যর্থ করতে হবে।”
মন্ত্রী আরও বলেন, “গত লোকসভা নির্বাচনে দিনহাটা থেকেই আমরা একটা ঘূর্ণিঝড় তুলেছিলাম। এবারও বিধানসভা নির্বাচনের আগে সেই ঘূর্ণিঝড় ফের তুলতে হবে—২৫ জুনই সেই দিন।”
এই মন্তব্য ঘিরে জেলায় রাজনৈতিক তরজা শুরু হয়েছে। বিজেপির জেলা সাধারণ সম্পাদক বিরাজ বসু পালটা বলেন, “দিনহাটা কি উদয়ন গুহর পৈতৃক জমি? সাধারণ মানুষই রাস্তায় নামবে। তৃণমূল যদি বাধা দেয়, মানুষই জবাব দেবে।”
বিজেপির দাবি, তৃণমূল আগেও সন্ত্রাসের মাধ্যমে ভোটে প্রভাব ফেলেছে। এবারও যদি সেই পথে হাঁটে, তবে তার ফল ভালো হবে না। এখন দেখার, দিনহাটার রাজপথে ২৫ জুন কী ঘটে।
চাইলে আমি এটিকে সংবাদ প্রতিবেদন, ব্লগ বা সোশ্যাল মিডিয়া পোস্টের মতো করে সাজিয়ে দিতে পারি। কোন ফরম্যাটে দরকার, বলো শুধু, মিথুন!
