ইউরোপে সাম্প্রতিক গ্লোবাল লঞ্চের পর, আল্ট্রাভায়োলেট আজ শিলিগুড়িতে একটি অত্যাধুনিক অভিজ্ঞতা কেন্দ্র উদ্বোধনের মাধ্যমে ভারতে তার সম্প্রসারণকে আরও গতিশীল করল। এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ ভারতের বাজারে কোম্পানির ধারাবাহিক উন্নয়ন এবং ভারতে আল্ট্রাভায়োলেটের চলমান সমৃদ্ধির প্রমাণ, তথা সারা দেশে পারফরম্যান্স-ভিত্তিক এবং টেঁকসই বৈদ্যুতিক দ্বিচক্রযান পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতির প্রতিফলন। ডিলার স্পার্ক অটোমোবাইলস এলএলপির সঙ্গে অংশীদারিত্বে প্রতিষ্ঠিত এই ইউভি স্পেস স্টেশন গ্রাহকদের জন্য আল্ট্রাভায়োলেটের পারফরম্যান্স মোটরসাইকেল—এফ৭৭ ম্যাক ২ এবং এফ৭৭ সুপারস্ট্রিট— হাতেকলমে অভিজ্ঞতা করার সুযোগ করে দেবে। এখানে গ্রাহকরা টেস্ট রাইড থেকে শুরু করে গাড়ি হস্তান্তর পর্যন্ত সম্পূর্ণ কেনাকাটার অভিজ্ঞতা পাবেন, এমনকি ভবিষ্যতের নতুন উদ্ভাবনও অন্বেষণ করতে পারবেন। পাশাপাশি থাকবে, একটি আলাদা নিবেদিত পরিষেবা কেন্দ্র, যেখানে পাওয়া যাবে রক্ষণাবেক্ষণের সহায়তা এবং আসল যন্ত্রাংশ – যা গ্রাহকদের জন্য নিরবচ্ছিন্ন ও সমৃদ্ধ মালিকানার অভিজ্ঞতা নিশ্চিত করবে।
অভিজ্ঞতা কেন্দ্রে প্রদর্শিত হবে কোম্পানির পারফরম্যান্স মোটরসাইকেল—এফ৭৭ ম্যাক ২ এবং এফ ৭৭ সুপারস্ট্রিট। এই দুই বাইক বৈদ্যুতিক কর্মক্ষমতার নতুন সংজ্ঞা তৈরি করেছে, কারণ এদের পাওয়ারট্রেন ৪০.২ hp এবং ১০০ Nm টর্ক তৈরি করে- যা মাত্র ২.৮ সেকেন্ডে ০ থেকে ৬০ kmph গতিতে পৌঁছে যায়! ১০.৩ কিলোওয়াট ব্যাটারির শক্তিসম্পন্ন এই বাইকগুলি একবার চার্জেই ৩২৩ কিলোমিটার আইডিসি রেঞ্জ পাড়ি দিতে সক্ষম।
আল্ট্রাভায়োলেটের সিইও এবং সহ-প্রতিষ্ঠাতা নারায়ণ সুব্রহ্মণিয়াম উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, “পশ্চিমবঙ্গে আমাদের তৃতীয় অভিজ্ঞতা কেন্দ্রটি শিলিগুড়িতে তৈরি করতে পেরে আমরা গর্বিত। শিলিগুড়ি উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার এবং গাড়ির ব্যবসা ও পরিষেবা কেন্দ্র হিসেবে সমৃদ্ধ তথা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এলাকা। এর মাধ্যমে আল্ট্রাভায়োলেটের আঞ্চলিক উপস্থিতি আরও শক্তিশালী হল এবং সারা দেশে পারফরম্যান্স ইলেকট্রিক মোবিলিটিকে সবার নাগালে পৌঁছে দেওয়ার আমাদের প্রতিশ্রুতিও পালিত হল। পরিবেশবান্ধব সচেতনতা এবং উন্নত পরিকাঠামোর কারণে শিলিগুড়িতে ইভি-র গ্রহণযোগ্যতা বাড়ছে- যা আমাদের সম্প্রসারণের ক্ষেত্রে স্বভাবতই পছন্দের বিকল্প হয়ে উঠেছে। উন্নত বৈশিষ্ট্যযুক্ত ও টেঁকসই ইভি-র প্রতি এখানকার জনগণের আগ্রহ আমাদের দৃষ্টিভঙ্গীর সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ। শিলিগুড়ির অভিজ্ঞতা কেন্দ্রের মাধ্যমে আমরা বিশ্বমানের উদ্ভাবন নিয়ে আসতে এবং ভারতজুড়ে ইভি মালিকানার অভিজ্ঞতায় এক নতুন মানদণ্ড স্থাপন করতে চলেছি।”
আরও তথ্যের জন্য দেখুন: https://www.ultraviolette.com/
