বর্ধমান রোডে সাততলা কমপ্লেক্সের অনুমোদনহীন অংশ ধ্বংস

শহরে অবৈধ নির্মাণের বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রেখে ফের বড়সড় পদক্ষেপ নিল শিলিগুড়ি পুরনিগম। মঙ্গলবার বর্ধমান রোডে অবস্থিত একটি বাণিজ্যিক কমপ্লেক্সের সাততলায় গড়ে ওঠা অবৈধ নির্মাণ ভেঙে গুঁড়িয়ে দিল পুরনিগমের কর্মীরা। পুরনিগম সূত্রে জানা যায়, সংশ্লিষ্ট কমপ্লেক্সে অনুমোদন ছাড়াই অতিরিক্ত নির্মাণ করা হয়েছে, এমন অভিযোগের ভিত্তিতে আগেই মালিকপক্ষকে অবগত করেছিল পুর নিগম।

সাত দিনের সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছিল। কিন্তু নির্ধারিত সময় অতিক্রান্ত হওয়ার পরেও কোনও পদক্ষেপ না নেওয়ায় শেষ পর্যন্ত কড়া সিদ্ধান্ত নিতে বাধ্য হয় পুরনিগম। মঙ্গলবার স্থানীয় পুলিশের উপস্থিতিতে পুরনিগমের দল অভিযান চালায় ও কমপ্লেক্সের সাততলায় থাকা অবৈধ অংশ ভেঙে ফেলা হয়।

শহরের সৌন্দর্য ও নিরাপত্তা বজায় রাখতে অবৈধ নির্মাণের বিরুদ্ধে এই ধরনের অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে বলে পুরো নিগম সূত্রে খবর পুর নিয়ম সূত্র খবর। নিয়ম লঙ্ঘন করে নির্মাণ করলে কোনওভাবেই ছাড় দেওয়া হবে না। এই বার্তাই স্পষ্টভাবে দিলো শিলিগুড়ি পুর নিয়ম।