নেপালে ফের অশান্ত পরিস্থিতি। সীমান্ত সংলগ্ন এলাকায় থমথমে পরিবেশ। খবর মিলেছে, নেপালের বিভিন্ন অঞ্চলে ফের ছড়িয়ে পড়েছে আগুন। সীমান্তবর্তী ভারতীয় এলাকা থেকেও দেখা যাচ্ছে ধোঁয়ার কুণ্ডলী। পরিস্থিতি সামাল দিতে ইন্দো-নেপাল সীমান্তে জারি হয়েছে হাই অ্যালার্ট।
এদিন সীমান্তের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে পরিদর্শনে আসেন উত্তরবঙ্গের এডিজি অজয় নন্দ। সঙ্গে ছিলেন সীমান্তরক্ষী বাহিনী এসএসবি-র ডিআইজি। নিরাপত্তা পরিস্থিতি নিয়ে তাঁদের মধ্যে দীর্ঘ বৈঠক হয়। এডিজি অজয় নন্দ জানান, “নেপালের পরিস্থিতি নিয়ে আমরা সম্পূর্ণ সজাগ। সীমান্তে নজরদারি আরও বাড়ানো হয়েছে। সন্দেহজনক যাতায়াতের ওপর কঠোর নজর রাখা হচ্ছে।”
সীমান্তবর্তী গ্রামগুলিতেও বাড়ানো হয়েছে টহলদারি। স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে প্রশাসন। পাশাপাশি সীমান্ত দিয়ে কোনোভাবেই অবৈধ অনুপ্রবেশ বা চোরাচালান যাতে না হয়, সেদিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে। উল্লেখ্য, গত কয়েক সপ্তাহ ধরে নেপালে রাজনৈতিক অস্থিরতা ও জনবিক্ষোভের জেরে একাধিক এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। তার প্রভাব এসে পড়ছে সীমান্তবর্তী ভারতীয় এলাকাতেও। তাই কোনোরকম ঝুঁকি না নিয়ে সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা সর্বোচ্চ পর্যায়ে রাখা হয়েছে বলে প্রশাসনিক সূত্রে খবর।
