শিলিগুড়িতে প্রয়াত জয়ন্ত পালের নির্মিত মূর্তির উন্মোচন, উপস্থিত রইলেন মেয়র গৌতম দেব

শিলিগুড়িতে আজ এক আবেগঘন মুহূর্তে উন্মোচন করা হলো প্রয়াত জয়ন্ত পালের নির্মিত এক মূর্তি। বহুদিন আগে তাঁর দ্বারা নির্মিত হলেও, আজ মূর্তিটি পেল পূর্ণাঙ্গ রূপ এবং প্রতিষ্ঠা। প্রয়াত শিল্পীর মায়ের দীর্ঘদিনের ইচ্ছা ছিল এই শিল্পকর্মটির যথাযথ স্থান পাওয়া। সেই ইচ্ছাকে সম্মান জানিয়েই আজ এই মূর্তির প্রতিষ্ঠা করা হলো।

শহরের পুরনিগমের পক্ষ থেকে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেবসহ পুরনিগমের বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিরা। উপস্থিত ছিলেন জয়ন্ত পালের মা-ও। এক আবেগঘন ভাষণে মেয়র বলেন, “আজকের এই মুহূর্তটি আমাদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। জয়ন্ত পাল ছিলেন অত্যন্ত মেধাবী ও গুণী শিল্পী। দুর্ভাগ্যজনকভাবে এক পথ দুর্ঘটনায় তাঁর অকালপ্রয়াণ ঘটে।

যদি তিনি আজ আমাদের মাঝে থাকতেন, নিঃসন্দেহে তাঁর কৃতিত্ব দেশজুড়ে ছড়িয়ে পড়ত।” এই অনুষ্ঠানে জয়ন্ত পালের শেষ সৃষ্টি হিসেবে চিহ্নিত এই শিল্পকর্মটি বিশেষ গুরুত্ব পায়। মেয়রের কথায়, এই মূর্তির প্রতিষ্ঠা শুধুই একটি শিল্পকর্মের স্বীকৃতি নয়, বরং এক সন্তানের প্রতিভার প্রতি মাতৃসম ভালোবাসা ও শ্রদ্ধার প্রতিফলন।