যুব মোর্চার ডাকে আগামী একুশে জুলাই উত্তরকন্যা অভিযান

যুব মোর্চার ডাকে আগামী একুশে জুলাই উত্তরকন্যা অভিযান। আর এই অভিযানকে সাফল্যমন্ডিত করতেই জলপাইগুড়িতে দেয়াল লিখন করতে দেখা গেল যুব মোর্চার সদস্যদের। জলপাইগুড়ি যুব মোর্চার সভাপতি পলেন ঘোষ বলেন এই  রাজ্যে নারীদের নিরাপত্তা বলে কিছুই নেই।

যুবসমাজের চাকরি নেই ,বাড়ছে বেকারত্ব। নেশাগ্রস্ত হচ্ছে যুব সমাজ।এইঅবস্থায় তারা অসামাজিক কার্যকলাপ করছে।এই সমস্ত সহ আরো বিভিন্ন দাবি নিয়ে আগামী একুশে জুলাই যুব মোর্চার ডাকে উত্তর কন্যা অভিযান। আর এই অভিজানকে সাফল্যমন্ডিত করতে এই দেয়াল লিখন।

উত্তর কন্যা অভিযানের জন্য জলপাইগুড়ি জেলার বিভিন্ন জায়গায় দেয়াল লিখন করতে দেখা গেল যুব মোর্চার সদস্যদের।