মকর সংক্রান্তি তে জলপাইগুড়ির বিভিন্ন গৃহস্থের বাড়িতে শুরু হয়েছে বাস্তু পূজা। পুরোহিতের মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে নিয়ম দিতে মেনে চলছে পৌষ সংক্রান্তির বাস্তু পূজা। ছোট থেকে বড় সকলেই পৌষ সংক্রান্তিতে বাস্ত পুজোয় মেতে উঠেছেন। মকর সংক্রান্তি উপলক্ষে কাক ভোর থেকেই উলু-শঙ্খধ্বনির মধ্য দিয়ে বাস্তু পুজো পার্বণে জলপাইগুড়ির গৃহিণীরা। মকর সংক্রান্তি উপলক্ষে কাক ভোর থেকেই উলু শঙ্খধ্বনির মধ্য দিয়ে পুজো পার্বণ জলপাইগুড়িতে। চারিদিকে কুয়াশার চাদরে মোরা। কনকনে শীত, এইর মাঝে উলু-শঙ্খ ধ্বনি, ঘড়ির কাটায় ভোর তিনটা।
অন্যান্য জায়গার পাশাপাশি জলপাইগুড়ি শহর সংলগ্ন পাতকাটা কলোনির এলাকায় বাড়ির গৃহিণীরা কাক ভোর থেকেই পৌষ পার্বণের পুজোতে মেতে উঠেছেন। সাত সকালে স্নান সেরে বাড়ির উঠোনে, তুলসী স্থানে, বাড়িতে প্রবেশের পথে, ঠাকুরের মন্দিরে পৌষ সংক্রান্তির নতুন চালের গুড়ো করে গুলিয়ে পিঠের আকারে ছাপ দিয়ে তার ওপর সিঁদুর দিয়ে কমলা লেবু, তিলের নাড়ু, কদমা, বাতাসা, ফুল ইত্যাদি উপকরণ দিয়ে সাজিয়ে মকর সংক্রান্তির পুজোয় ব্রত হয়েছেন বাড়ির গৃহিণীরা।
পূর্বপুরুষদের রেওয়াজ অনুযায়ী নিয়ম মেনে এদিন মকর সংক্রান্তির পূজোতে মেতে উঠেছেন সকলেই। মূলত গ্রামবাংলায় এই দৃশ্য আজও বিরাজমান। এ সময় কৃষকরা নতুন ধান ঘরে তোলেন এবং সেই ধানের থেকে চাল তৈরি করে পুজো অর্জনের মধ্য দিয়ে পৌষ সংক্রান্তিতে মেতে উঠতে লক্ষ্য করা যায়। নতুন চালের গুড়ো চালে দিয়ে পিঠেপুলি, পায়েসের আয়োজন প্রত্যেক ঘরে ঘরে আনন্দমুখর হয়ে উঠে এদিন। বাড়ির এবং পরিবারের মঙ্গল কামনায় এই বাস্তু পুজো করা হয় বলে অনেকেরই মত।
