দিন প্রতিদিন বেড়ে চলেছে বাজারদর। বাড়তে থাকা প্রতিটা জিনিসের কারণে মধ্যবিত্তের রাত্রের ঘুম উড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে সবজির দাম যে শুধুমাত্র খুচরো বাজারেই প্রভাব পড়েছে তা নয়। পাইকারি বাজারে সবজির মূল্য আগুন ছোঁয়া।
পাইকারী বাজার থেকে শুরু করে খুচরো বাজারে সবজির দাম আকাশচুম্বী। সবজির দাম বেড়ে যাওয়ায় সবজি কৃষকেরা জানান, চলতি বছরের টানা বৃষ্টিতে দক্ষিণবঙ্গের দুই জেলায় যেমন দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হুগলি, দুই বর্ধমান, নদীয়াতে ব্যাপক পরিমাণে সবজি চাষের ক্ষতি হয়েছে। মাঠের সবজি মাঠের নষ্ট হয়েছে অধিকাংশ।
যেইটুকুখানি ফসল পাওয়া গিয়েছে তার চাহিদা তুলনামূলকভাবে অনেকটাই কম। যার ফলে বর্তমানে সবজির দাম হয়েছে আকাশছোঁয়া। চাষীদের মতে, বৃষ্টি না কমলে সবজির দাম কমার সম্ভাবনা নেই।
