এই পরিস্থিতিতে সাধারণ মানুষকে স্বস্তি দিচ্ছে রাজ্য কৃষি বিপণন দপ্তরের সুফল বাংলার ভ্রাম্যমান স্টল। জলপাইগুড়ি জেলার বিভিন্ন ব্লকের বাজারগুলোতে সকাল থেকেই ছড়িয়ে পড়ছে সুফল বাংলার ভ্রাম্যমান স্টলগুলো। সেখানে সস্তায় সবজি কিনতে ব্যাপক ভিড় জমছে ক্রেতাদের। সুফল বাংলার ভ্রাম্যমান স্টলগুলোতে আলু, বেগুন, বাঁধাকপি, পেঁয়াজ, টমেটো, আদা, কাঁচালঙ্কা সহ বিভিন্ন ধরনের সবজি অনেক সস্তায় বিক্রি করা হচ্ছে।
বাজার থেকে কম দামে সবজি কিনতে পেরে চওড়া হাসি দেখা যাচ্ছে ক্রেতাদের মুখেও। গত মাসে ভয়াবহ বন্যা ও তার কয়েক সপ্তাহ পর মন্থা ঘূর্ণিঝড়ের প্রভাবে এই মুহূর্তে জলপাইগুড়ি ও ডুয়ার্স এলাকার বিভিন্ন বাজারে সবজির দাম রীতিমতো আগুন। তবে বাজারের তুলনায় অনেক কম দামে সবজি বিক্রি করে সাধারণ মানুষকে অনেকটাই স্বস্তি দিচ্ছে রাজ্য সরকারের সুফল বাংলার ভ্রাম্যমান স্টলগুলো।
জলপাইগুড়ি শহরের ইন্দিরাগান্ধী কলোনি, দিনবাজার, বয়েলখানা বাজার, স্টেশন বাজার, বউবাজার, ডেঙ্গুয়াঝাড় সহ বিভিন্ন বাজারে সবজির দাম এখন অনেকটাই বেশি রয়েছে। মূলত সাধারণ মানুষকে কম দামে সবজি দিতেই জলপাইগুড়ির বিভিন্ন বাজারে সুফল বাংলার ভ্রাম্যমাণ স্টল খোলা হচ্ছে। সেখানে আলু, পেঁয়াজ, কোয়াশ, টমেটো, শসা সহ প্রায় ১৮ রকমের সবজি অনেক কম দামে পাওয়া যাচ্ছে।
