কেন্দ্রিয় সংশোধনাগারে গিজগিজ করছে বিষাক্ত সাপের ছানা পনা

শনিবার সকালে জলপাইগুড়িতে অবস্থিত কেন্দ্রিয় সংশোধনাগার কর্তৃপক্ষের কাছ থেকে জরুরি বার্তা পেতেই ঘটনাস্থলে ছুটে যান পরিবেশ কর্মী বিশ্বজিৎ দত্ত চৌধুরি। সংশোধনাগারে একটি পাইপ জানিয়ে বস্তুর ভেতর থেকে উদ্ধার করেন ৮ টি বিষাক্ত কোবরা সাপের ছানা।

এই প্রসঙ্গে বিশ্বজিৎ দত্ত চৌধুরি জানান, এই গুলো স্পেটিকাল কোবরা ,সাধারণত এই সাপ ২৫ টির মত ডিম পারে যার মধ্যে থেকে ২৩ টির মতো সাপের জন্ম হয়, আমি আজ ৮ টি উদ্ধার করতে পেরেছি, মা সাপটি হয়তো আগেই এই স্থান থেকে সরে গিয়েছে, তবে এই স্থানে উপযুক্ত পরিবেশ রয়েছে সাপ থাকার , যে কারণেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নজর রাখতে অনুরোধ করেছি ।