শুক্রবার ৪২ নম্বর ওয়ার্ডে পশু চিকিৎসালয় ও এসডব্লিউএম গাড়ি ধোয়ার পাম্পরুমের উদ্বোধন করা হল

শিলিগুড়ির ৪২ নম্বর ওয়ার্ডে ডাম্পিং গ্রাউন্ডের কাছে নবনির্মিত পশু আশ্রয়কেন্দ্র ‘হৃদয় স্পর্শ আরোগ্যকেন্দ্র”, একটি পশু চিকিৎসালয় (Veterinary Hospital) এবং এসডব্লিউএম (SWM) গাড়ি ধোয়ার জন্য নির্মিত পাম্প রুম-এর উদ্বোধন অনুষ্ঠান আয়োজিত হল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, পাশাপাশি এমএমআইসি ও স্থানীয় কাউন্সিলররা। এছাড়াও, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাধিক স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি। এই পশু চিকিৎসাকেন্দ্রে সমস্ত ধরনের প্রাণীর চিকিৎসা পরিষেবা মিলবে, তবে বিশেষত কুকুরদের চিকিৎসার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

এর মাধ্যমে শহরের অবহেলিত ও পথপশুদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পাশাপাশি, পরিচ্ছন্নতা বজায় রাখতে গাড়ি ধোয়ার জন্য পাম্প রুমও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। শহরের পশু কল্যাণে এটি এক উল্লেখযোগ্য পদক্ষেপ বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা ও পশুপ্রেমীরা।