২ দিন অতিরিক্ত বৈধতা পাবেন ভি-এর 2G হ্যান্ডসেট গ্রাহকরা

ভি, ভারতের শীর্ষস্থানীয় টেলিকম অপারেটর, তার 2G হ্যান্ডসেট গ্রাহকদের জন্য ভি গ্যারান্টি প্রোগ্রাম চালু করেছে। যা ১২-মাসের মেয়াদে ২৪ দিনের অতিরিক্ত বৈধতা অফার করে৷ এই প্রোগ্রামটির লক্ষ্য শুধুমাত্র ভয়েস বা কম ডেটা ব্যবহারকারী প্রিপেইড গ্রাহক। প্রতিটি ১৯৯ টাকা বা তার ওপরের আনলিমিটেড ভয়েস রিচার্জ প্যাকের সাথে ২ দিনের অতিরিক্ত বৈধতা। থাকছে সাধারণ ২৮ দিনের পরিবর্তে ৩০ দিনের পরিষেবার বৈধতা।অতিরিক্ত দুই দিনের রিচার্জ, ২৮ দিনের চক্রের গ্যাপ পূরণ করতে সাহায্য করবে।
১৯৯ টাকায় পাবেন আনলিমিটেড কল + ২ জিবি ডেটা + ৩০০ এসএমএস ফ্রি। (২৮ দিন মেয়াদ + ২ দিন অতিরিক্ত বৈধতা)। ২০৯ টাকার রিচার্জে পাবেন আনলিমিটেড কল + ২জিবি ডেটা + ৩০০ এসএমএস + কলার টিউন (২৮ দিন মেয়াদ + ২ দিন অতিরিক্ত বৈধতা)।

ভি গ্যারান্টি অপ্ট-ইন করতে ডায়াল করুন *৯৯৯# নম্বরে। অতিরিক্ত বৈধতা সুবিধা পেতে ১২১২ নম্বরে যোগাযোগ করুন। 4G এবং 5G গ্রাহকদের জন্য বিদ্যমান প্রোগ্রামে থাকছে ১৩০ জিবি অতিরিক্ত ডেটা এক বছরে। প্রতি ২৮ দিন পরপর ১৩টি চক্রের জন্য ১০ জিবি ডেটা অটোমেটিকালি জমা হবে। তবে ২৯৯ টাকা বা তার বেশি দামের প্যাক অপ্ট করতে হবে।