হাঙ্গামা মিউজিকের সহযোগিতায় অগ্রণী টেলিকম ব্র্যান্ড ভি তাদের ভি অ্যাপে লঞ্চ করল মিউজিক অফারিং। এবার ভি’র ওটিটি-ভিত্তিক ডিজিটাল কনটেন্ট অফারিংস আরও মজবুত হল, কারণ এতে থাকছে এন্টারটেনমেন্ট, হেলথ অ্যান্ড ফিটনেস, এডুকেশন অ্যান্ড স্কিলিং রেঞ্জ। হাঙ্গামার সহযোগিতায় ভি’র মিউজিক অফারিং উদ্বোধন করেছেন বিখ্যাত মিউজিসিয়ান ও কম্পোজার ডুও – সালিম সুলাইমান।
এই পার্টনারশিপের ফলে ভি তাদের প্রিপেড ও পোস্টপেড গ্রাহকদের হাঙ্গামা মিউজিকের ৬ মাসের প্রিমিয়াম সাবস্ক্রিপশন দেবে, কোনও বাড়তি ব্যয় ছাড়াই। এছাড়া, গ্রাহকরা ২০টি ভাষায় হাঙ্গামা লাইব্রেরির হাজার হাজার অ্যাড-ফ্রি গান শুনতে পারবেন, আনলিমিটেড ডাউনলোড করতে পারবেন, মিউজিক ভিডিয়ো স্ট্রিমিং, লেটেস্ট বলিউড নিউজ, কলার টিউন সেটিং, গান ও পডকাস্ট শুনতে পারবেন।
এসব ছাড়াও সামান্য ব্যয়ে তারা বিখ্যাত শিল্পীদের লাইভ মিউজিক কনসার্ট ও ৫২টি লাইভ ডিজিটাল কনসার্ট উপভোগ করার সুযোগ পাবেন ভি অ্যাপে।