বিএসএফের মালদা সেক্টরের উদ্যোগে ২৭ অক্টোবর থেকে শুরু হয়েছে ভিজিল্যান্স সচেতনতা সপ্তাহ। চলবে 2 নভেম্বর পর্যন্ত। এই উপলক্ষে সোমবার বিএসএফের মালদা সদর দপ্তরের এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে মালদা রেঞ্জের ডিআইজি অজিত কুমার ছাড়াও উপস্থিত ছিলেন একাধিক উচ্চপদস্থ আধিকারিক।
সীমান্তবর্তী এলাকায় বিএসএফের গোয়েন্দা বাহিনী কিভাবে কাজ করে সে বিষয়ে তিনি বিস্তারিত ব্যাখ্যা করেন। সন্দেহমূলক কোনো রকম বিষয় দেখলে সাধারণ মানুষকেও সচেতন থাকার বার্তা দেন। এছাড়াও তিনি জানান সারা বছর ধরেই বিএসএফ সীমান্তে কাজ করে থাকে। কিন্তু বছরের এই বিশেষ দিনগুলিতে তাদের কাজকর্ম সাধারণ মানুষের সামনে তুলে ধরা হয়।
অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, সীমান্তের বেশ কিছু এলাকায় এখনো কাঁটাতার বিহীন রয়েছে। সেই সমস্ত এলাকা দিয়ে। মাঝেমধ্যে চোরাকারবার চলে। তবে বিএসএফের ডিজিটাল দপ্তর সতর্ক রয়েছে। রাজ্য সরকার জমি দিলে ওই কাঁটাতার এলাকাগুলিকে কাঁটাতার দিয়ে দিয়ে দেওয়া হবে বলে জানান ডিয়াজী জানান ডিআইজি।
