উত্তরবঙ্গজুড়ে ঠাকুর পঞ্চানন বর্মা স্মরণে সজাগ প্রস্তুতি

উত্তরবঙ্গের সমাজ সংস্কারক মনীষী ঠাকুর পঞ্চানন বর্মার তিরোধান দিবস (৯ সেপ্টেম্বর) উপলক্ষে উত্তরবঙ্গ কুল গুরু কুল শিষ্য ও ভক্ত সমাবেশ এবার গুরুত্ব দিচ্ছে নতুন প্রজন্মকে সাংস্কৃতিক চর্চা ও সমাজসেবার সঙ্গে যুক্ত করতে।প্রতি বছরের মতো শুধু স্মরণসভা বা অনুষ্ঠানেই সীমাবদ্ধ থাকছে না আয়োজকরা।

তাঁদের পরিকল্পনায় রয়েছে সাংস্কৃতিক প্রতিযোগিতা, আলোচনা সভা, সামাজিক দায়িত্ব পালনের অঙ্গীকার ও শিক্ষামূলক কর্মসূচি। আজ এক সাংবাদিক সম্মেলনে সংগঠনের সভাপতি করুণা কান্তি অধিকারী বলেন, ঠাকুর পঞ্চানন বর্মার সংগ্রামী জীবন সমাজকে পথ দেখিয়েছে। এবার আমরা চাই তরুণ প্রজন্মও তাঁর আদর্শে অনুপ্রাণিত হোক।

শুধু স্মরণ নয়, বরং তাঁর দর্শনকে জীবনে কাজে লাগানোই হবে আমাদের লক্ষ্য।” তিনি আরও জানান, অনুষ্ঠানের মাধ্যমে সামাজিক সম্প্রীতি, শিক্ষা ও সাংস্কৃতিক জাগরণে বিশেষ জোর দেওয়া হবে। উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে ভক্ত ও শিষ্যরা এই কর্মসূচিতে যোগ দেবেন বলে আশা করছেন আয়োজকরা।