জলের দাবীতে বালতি কলসি নিয়ে রাস্তা অবরোধ করল গ্রামের মহিলারা

বিক্ষোভকারীদের দাবি-দীর্ঘ তিন বছর আগে এই এলাকায় পানীয় জলের সমস্যা মেটানোর জন্য জলের হাই ট্যাঙ্ক তৈরি হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত এই ট্যাঙ্ক এর সাথে এলাকার জলের পাইপ লাইনের কোন সংযোগ করা হয়নি বা এখনো এলাকার মানুষ এই ট্যাংক থেকে জল পাচ্ছে না। বহুবার এলাকার মানুষ স্থানীয় প্রতিযোগীদের জানিয়েছে কিন্তু কোন কাজ হয়নি।

অবশেষে আজ এলাকার মহিলারা বালতি কলসি নিয়ে হাসনাবাদ হিঙ্গলগঞ্জ রোড অবরোধ করে বিক্ষোভ দেখায়। এই এলাকায় বহু বছর ধরে পানীয় জলের সমস্যা। এই এলাকায় প্রায় পাঁচ হাজার পরিবার জলের সমস্যায় ভুগছে বিগত কয়েক বছর ধরে। কয়েক কিলোমিটার দূর থেকে তাদের পানীয় জল নিয়ে আসতে হয় শীত/গ্রীষ্ম/বর্ষা মাথায় করে। সেই সমস্যা মিটানোর উদ্যোগে এখানে তৈরি হয়েছে হাই ওয়াটার ট্যাঙ্ক।গ্রামের মানুষ আশায় বুক বেঁধেছিল যে এবার তাদের জলের সমস্যা মিটবে।

কিন্তু বিগত তিন বছর ধরে সেই হাই ওয়াটার ট্যাঙ্ক তৈরি হয়ে পড়ে আছে। কিন্তু আজ পর্যন্ত এলাকার মানুষের জলের সমস্যা মিটলো না। যে ঠিকাদার  এই হাইওয়াটার ট্যাঙ্ক তৈরি করেছিল তার বিরুদ্ধে পোস্টার নিয়ে বিক্ষোভ দেখায় এলাকার মানুষ। এলাকার দাবি অবিলম্বে এই হাই ওয়াটার ট্যাঙ্ক চালু করতে হবে।