ঘটনাটি ঘটেছে ধুপগুড়ি মহকুমার অন্তর্গত সাঁকুয়া ঝড়া ১ নং গ্রাম পঞ্চায়েতের উত্তর গোসাইরহাট এলাকায়। জানা যায়, কোটি টাকা ব্যয় করে গ্রাম উন্নয়নের গ্রামীণ সড়ক নির্মাণের কাজ চলছিল। কিন্তু রাস্তার কাজ শেষ হতে না হতেই রাস্তার চাদর উঠে যাওয়া শুরু করে।
নিম্নমানের সামগ্রী দিয়ে নির্মাণ চলছিল বলে অভিযোগ করেন স্থানীয়রা। যদিও ঠিকাদার সংস্থার তরফে কোন বক্তব্য পাওয়া যায়নি। স্বাভাবিকভাবেই চিন্তা বাড়ছে ক্রমশ। কোটি টাকা ব্যয় করে এরকম নিম্নমানের কাজ হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে পথ চলতি মানুষ।
