বেহাল রাস্তার প্রতিবাদে রাস্তায় বিক্ষোভ গ্রামবাসীদের

বেহাল রাস্তা সংস্কারের দাবিতে উত্তাল হয়ে উঠল মালদহের হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের মিটনা এলাকা। মঙ্গলবার স্থানীয় গ্রামবাসীরা রাস্তায় নেমে অবরোধে সামিল হন। শুধু পথ অবরোধেই থেমে থাকেননি, বিক্ষোভের অংশ হিসেবে এলাকার চারটি স্কুল — মিটনা প্রাথমিক বিদ্যালয়, মিটনা হাই স্কুল, সোলেমানিয়া হাই মাদ্রাসা ও মিটনা হাই মাদ্রাসার গেটে তালা ঝুলিয়ে দেন তাঁরা।

ফলে ছাত্রছাত্রী থেকে শিক্ষক— কেউই স্কুলে প্রবেশ করতে পারেননি। স্কুলের বাইরে দাঁড়িয়ে থাকতে দেখা যায় শিক্ষকদেরও। দীর্ঘক্ষণ বন্ধ থাকে পঠন-পাঠন।

গ্রামবাসীদের অভিযোগ, বহু বছর আগে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার অধীনে হরিশ্চন্দ্রপুর রেলস্টেশন থেকে মথুরাপুর পর্যন্ত রাস্তা নির্মাণ হলেও বর্তমানে তা সম্পূর্ণ বেহাল। প্রতিনিয়ত দুর্ঘটনার আশঙ্কায় ভুগতে হয় সাধারণ মানুষকে।

তাঁদের আরও অভিযোগ, ভোটের আগে প্রতিশ্রুতি মিললেও পরে প্রশাসন শুধু টুকরো ইট দিয়ে রাস্তা ভরাট করে কাজ চালিয়ে দিচ্ছে। একাধিকবার বিধায়ক তথা মন্ত্রীকে জানানো হলেও মেলেনি স্থায়ী সমাধান।

এদিনের এই অবরোধে চরম সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। তবে গ্রামবাসীরা স্পষ্ট জানান, যতক্ষণ না বিডিও (ব্লক ডেভেলপমেন্ট অফিসার) ঘটনাস্থলে এসে উপযুক্ত আশ্বাস দেন, ততক্ষণ অবরোধ চলবে। পুলিশের সামনেই তারা বিক্ষোভ চালিয়ে যান।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসনের পক্ষ থেকে চেষ্টা চলছে।