নাগরাকাটায় ধ্বস-বিধ্বস্ত এলাকা পরিদর্শনে যাওয়ার পথে মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু ও শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষকে স্থানীয় বাসিন্দারা লক্ষ্য করে ইট-পাথর ও জুতো ছুঁড়ে হামলা চালায় বলে অভিযোগ। ঘটনায় খগেন মুর্মুর মাথায় আঘাত লাগে, শঙ্কর ঘোষকে ধাক্কা দেওয়া হয় হয় বলে অভিযোগ।
অন্যদিকে পাহাড়ি অঞ্চলে লাগাতার বৃষ্টিতে নাগরাকাটা, মিরিক, জোরবাংলো, কালিংপং, ধূপগুড়ি ও আলিপুরদুয়ারের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
এদিন কলকাতা বিমানবন্দরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “ঝাড়খণ্ড ও বিহার থেকে আসা জলই আমাদের এলাকা প্লাবিত করছে। ডিভিসি ইচ্ছামতো জল ছাড়ছে। আমরা সীমিত ক্ষমতায় এই জল সামলাচ্ছি।” তিনি কেন্দ্র ও স্থানীয় প্রশাসনকে আরও সহযোগিতা করার আহ্বান জানান।
