জলপাইগুড়ি পুলিশ সদাই জনগণের জন্য,এর মধ্যে যারা ভুল কাজ করবে তাদের আইনের আওতায় শাস্তি দেওয়া হবে, সিভিক ভলেন্টিয়ারের ঘুষ নেওয়া প্রসঙ্গে জেলা পুলিশ সুপার। গত শুক্রবার জলপাইগুড়ি জেলা পুলিশের অধীনে জেলা শহরের অন্যতম গুরুত্বপূর্ণ স্থান পোস্ট অফিস মোড়ে ডিউটি করার সময় বেআইনি ভাবে এক মোটর সাইকেল আরোহীর কাছ থেকে নগদ টাকা নিচ্ছেন এক সিভিক ভলেন্টিয়ার এমন ভিডিও ভাইরাল হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল রাজ্যে জুড়ে।
ঘটনার আঁচ পেতেই নড়েচড়ে বসে জেলা পুলিশ, অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার কে বরখাস্ত করা হয় কাজ থেকে এবং পোস্ট অফিস মোড়ে ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা এক এ এস আইকে সাসপেন্ড করা হয়।
এই ঘটনা প্রসঙ্গে সোমবার জেলা পুলিশ লাইনে আয়োজিত এক রক্তদান কর্মসূচীতে এসে জেলা পুলিশ সুপার উমেশ খন্ড বাহালে জানান, জলপাইগুড়ি জেলা পুলিশ সদাই জনগণের জন্য কাজ করে, তবে এর মধ্যে যদি কোনো পুলিশ বা সিভিক ভলেন্টিয়ার অন্যায় কাজ করে থাকে সেই ক্ষেত্রে আমরা দ্রুত পদক্ষেপ গ্রহণ করি, সিভিক ভলেন্টিয়ার কে নগদ টাকা নেবার ঘটনায় অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারকে কাজ থেকে বরখাস্ত করা হয়েছে এবং উক্ত এলাকার দায়িত্বে থাকা এক এ এস আইকে সাসপেন্ড করে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে।