ভোডাফোন আইডিয়া (ভি) ও এরিকসন এক টেকনোলজি মাইলস্টোন স্পর্শ করেছে পুণেতে ৫জি ট্রায়াল চলাকালীন। ট্রায়ালে ভি’র পিক ডাউনলোড স্পিড ৫.৯২জিবিপিএস হতে দেখা গেছে।
ভি’র এই নতুন স্পিড রেকর্ড পাওয়া সম্ভব হয়েছে একটি সিঙ্গল টেস্ট ডিভাইসে, যেখানে মিড-ব্যান্ড ও হাই-ব্যান্ড ট্রায়াল স্পেক্ট্রামের কম্বিনেশনে ‘এরিকসন ম্যাসিভ এমআইএমও রেডিয়ো’, ‘এরিকসন ক্লাউড নেটিভ ডুয়াল মোড ৫জি কোর ফর স্ট্যান্ডঅ্যালোন আর্কিটেকচার’ ও ‘নিউ রেডিয়ো-ডুয়াল কানেক্টিভিটি’ (এনআর-ডিসি) সফটওয়্যার ব্যবহার করা হয়েছে।
এর আগে, পুনেতে ৫জি ট্রায়াল ও ‘ইউজ কেস’ প্রদর্শন চলাকালীন ভি ৪জিবিপিএসএরও বেশি স্পিড অর্জনে সক্ষমতা দেখিয়েছিল। নতুন স্পিড রেকর্ড (৫.৯২জিবিপিএস) পাওয়া গেছে ট্রায়ালের জন্য সরকার প্রদত্ত ৫জি স্পেক্ট্রাম ব্যবহারের মাধ্যমে।