শীর্ষস্থানীয় টেলিকম অপারেটর ভি শিলিগুড়িতে 5G পরিষেবা চালু করার কথা ঘোষণা করেছে। ভি-এর এই সম্প্রসারণ প্রকল্পের অংশ হিসেবে ১৭ টি শহর অগ্রাধিকার পেয়েছে। শিলিগুড়ি পশ্চিমবঙ্গের প্রথম শহর হিসেবে ভি-এর নেক্সট জেনারেশন কানেকশন-এর অভিজ্ঞতা লাভ করেছে৷ 5G-এনাবেল ডিভাইস যাদের রয়েছে, সেই ভি ইউজাররা ২৬ অগাস্ট, ২০২৫ থেকে 5G পরিষেবা অ্যাক্সেস করতে পারবেন৷ একটি প্রাথমিক অফার হিসাবে, ভি ২৯৯ টাকা থেকে শুরু হওয়া প্ল্যানগুলিতে সীমাহীন 5G ডেটা দেবে। ভোডাফোন আইডিয়ার বিজনেস হেড – (কলকাতা এবং রেস্ট অফ বেঙ্গল) শোভন মুখার্জি বলেছেন যে, আমাদের লক্ষ্য ভি-ইউজারদের আরও বিকল্প এবং উন্নত অভিজ্ঞতা দেওয়া।
আরও তথ্যের জন্য https://www.myvi.in/5g-network দেখুন।
