নবদ্বীপে ভোটার কার্ড কেলেঙ্কারি ! হাসপাতাল রোডের পরিত্যক্ত জায়গায় উদ্ধার অসংখ্য ভোটার কার্ড!

পরিত্যক্ত জায়গা থেকে উদ্ধার হল অসংখ্য ভোটার কার্ড, যা ঘিরে এলাকাজুড়ে ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় নবদ্বীপ থানার পুলিশ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ আরও রহস্য ঘনীভূত করেছে। তাঁদের মতে, যেসব ভোটার কার্ড ওই পরিত্যক্ত জায়গা থেকে উদ্ধার হয়েছে—তার মধ্যে  অনেকের সাথে যোগাযোগ করে জানা যায় তাদের বাড়িতে  ইতিমধ্যেই তাদের ভোটার কার্ড রয়েছে।

তাহলে আবার কীভাবে সেই একই কার্ড রাস্তায়? প্রশ্নের পর প্রশ্ন উড়ছে। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক চাপানউতর। স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি—এতে তৃণমূলের যোগসূত্র স্পষ্ট। এসআইআর হওয়ার পর থেকেই বিজেপি অভিযোগ করেছিল ভোটার কার্ড নিয়ে অনিয়ম হবে। আজকের ঘটনাই তার প্রমাণ বলে দাবি তাঁদের। বিজেপির মতে, “তৃণমূল ভয় পেয়ে এভাবে ভোট কারচুপির পথ বেছে নিয়েছে।” তাঁদের আরও দাবি—এই ঘটনার জবাব দিতে হবে তৃণমূলকে।

উল্টে পাল্টা অভিযোগ তুলেছেন বিজেপি নেতৃত্ব দাবী তৃণমূলের । পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ঝন্টুলাল দাসের বক্তব্য—“এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই। বরং এটি বিজেপির চক্রান্ত বলেই মনে হচ্ছে। ভোটার কার্ড নির্বাচন কমিশনের বিষয়, তাই পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানাই।”মোটের ওপর, শহরের সবচেয়ে ব্যস্ত ও গুরুত্বপূর্ণ হাসপাতাল রোডের মতো এলাকায় এমন গুরুত্বপূর্ণ নথি—ভোটার কার্ড—রাস্তায় ছড়িয়ে পড়া নিয়ে উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষের মধ্যেও। কারা ফেলল? কেন ফেলল? উদ্দেশ্য কী?—সব প্রশ্নের উত্তর খুঁজে দেখছে পুলিশ।