মুখ্যমন্ত্রীর সফরের আগে জাতীয় সড়কে উদ্ধার ভোটার কার্ড! প্রশ্নের মুখে প্রশাসন

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফরের ঠিক আগেই নদিয়ার ফুলিয়া–উদয়পুরে ১২ নম্বর জাতীয় সড়কের ধারে আবর্জনার মধ্যে থেকে উদ্ধার হল একাধিক ভোটার পরিচয়পত্র। ঘটনাটি সামনে আসতেই প্রশাসনিক মহলে তৈরি হয়েছে অস্বস্তির পরিবেশ।

বুধবার ১২ নম্বর জাতীয় সড়কের ধারে ফেলে রাখা নোংরা বস্তা থেকে সাধারণ মানুষের নজরে আসে কিছু নথি। কৌতূহলবশত দেখতেই জানা যায় সেগুলো ভোটার পরিচয়পত্র। তাও আবার নদিয়ার নয়, উত্তর ২৪ পরগনা জেলার বাসিন্দাদের নামে ইস্যু করা।

ভোটার পরিচয়পত্রের মতো সরকারি নথি কীভাবে এমনভাবে রাস্তায় ফেলে রাখা হল, তা নিয়ে উঠছে গুরুতর প্রশ্ন। এটি কি প্রশাসনিক উদাসীনতা, নাকি কোনও উদ্দেশ্যপ্রণোদিত ঘটনা তা নিশ্চিত নয় এখনও। ঘটনার খবর পেয়ে শান্তিপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সমস্ত নথি সংগ্রহ করে।

স্থানীয়দের ধারণা, ভোটার কার্ডগুলি অন্যত্র পাচার বা অপব্যবহারের উদ্দেশ্যে সরানো হয়ে থাকতে পারে। আবার এটি স্রেফ অবহেলার ফলও হতে পারে।

মুখ্যমন্ত্রীর সফরের আগমুহূর্তে এ ধরনের সংবেদনশীল নথি উদ্ধার হওয়ায় বাড়ছে প্রশাসনের ওপর চাপ। নিরাপত্তা ও নথি রক্ষণাবেক্ষণে কোথায় ত্রুটি রইল, তা নিয়েও শুরু হয়েছে আলোচনা।

অন্যদিকে, স্থানীয় মানুষের একাংশের দাবি এই ঘটনার নেপথ্যে বড় কোনও চক্র সক্রিয় থাকতে পারে। তবে সব মিলিয়ে ভোটার পরিচয়পত্র উদ্ধারকে ঘিরে উদয়পুর–ফুলিয়ায় উত্তেজনা তুঙ্গে। তদন্তের পরই পরিষ্কার হবে এর আসল কারণ।