আরো একবার সাফাই কর্মীদের পাশে দাঁড়ালেন 46 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দিলীপ বর্মন মহাশয়

সাফাই কর্মীদের আরো একবার পাশে দাঁড়ালেন শিলিগুড়ি পুর নিগমের 46 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা শিলিগুড়ি পুর নিগমের মেয়র পরিষদ দিলীপ বর্মন মহাশয়। ওয়ার্ডে কর্মরত 40 জন সাফাই কর্মীদের বর্ষা থেকে রক্ষা পেতে রেন কোট প্রদান করেন।

এই ছাড়া ওয়ার্ডের মহিলা কর্মীদের মধ্যে ছাতা বিতরণ ও করা হয়। এই ছাড়া ওয়ার্ডের যত্রতত্র ফেলে দেওয়া জঞ্জাল কে উঠানোর জন্য একটি অটো পরিষেবার ও আনুষ্ঠানিক উদ্বোধন করেন দিলীপ বাবু। তিনি জানান ওয়ার্ডের এক সমাজসেবী এর আর্থিক অনুদানে এই অটো পরিসেবা চালু করা সম্ভব হয়েছে।

সাফাই কর্মীদের সময় মতো বর্ষার রেন কোট না পাওয়ায় সম্পূর্ণ নিজের উদ্যেগে ও ওয়ার্ড বাড়ির সহযোগিতায় এই বছরও রিয়ান কোট এর ব্যবস্থা করা হয়েছে। ওয়ার্ডের মানুষের সহযোগিতায় সম্পূর্ণ ওয়ার্ড পরিস্কার থাকুক এই লক্ষ কাজ করা হয়েছে।