গঙ্গাসাগর মেলায় পূণ্যার্থীরা বিপদে পড়লে জীবন বাঁচাবে ওয়াটার ড্রোন

গঙ্গাসাগরে পুণ্যস্নানের সময় সাগরে ডুবে যাওয়ার ঘটনা এড়াতে এবার রিমোট কন্ট্রোলড লাইফবয় ওয়াটার ড্রোন মোতায়েন করছে রাজ্য। যা সাড়া ফেলে দিয়েছে ইতিমধ্যেই।নদী পথে মানুষজন দুর্ঘটনায় পড়লে রিমোট কন্ট্রোলের সাহায্যে ওয়াটার ড্রোন পাঠিয়ে দেওয়া হবে বিপদে পড়া ব্যক্তির কাছে। এক কিলোমিটার দূরত্বের মধ্যে সাত মিটার প্রতি সেকেন্ড গতিবেগে ডুবন্ত ব্যক্তির কাছে পৌঁছাবে ওই ড্রোন। সঙ্গে সঙ্গে রিমোটের সাহায্যে ড্রোনটিকে পাড়ে নিয়ে এসে বিপদে পড়া ব্যক্তিকে উদ্ধার করা সম্ভব হবে।

রিমোট কন্ট্রোলারে একটি স্ক্রিন রয়েছে। যেখানে অনবোর্ড ক্যামেরা থেকে লাইভ ভিডিও দেখা যাবে। এর ফলে উদ্ধারকারীরা নিখুঁতভাবে ড্রোন পরিচালনা ও পরিস্থিতি পর্যবেক্ষণ করতে পারবেন। এই ড্রোনটি সর্বোচ্চ ১,০০০ কেজি বা ১ টন পর্যন্ত ওজন বহন করতে সক্ষম।শুধু একজন নয় একাধিক দুর্ঘটনাগ্রস্ত ব্যক্তিকেও একসঙ্গে রক্ষা করার কাজে লাগানো যাবে। সিগন্যাল বা যোগাযোগ বিচ্ছিন্ন হলে অথবা ব্যাটারি লো হয়ে আসলে এটি স্বয়ংক্রিয়ভাবে যেখান থেকে সেটি ছাড়া হয়েছিল সেখানে ফিরে আসবে।