পশ্চিমবঙ্গ বিধানসভায় নজিরবিহীন সিদ্ধান্ত: ১৫ বছরে প্রথমবার বিরোধীদের সব বক্তব্য বাতিল

বিধানসভায় নজিরবিহীন ঘটনা! গত ১৫ বছরে এই প্রথমবার,বিরোধীদের সব বক্তব্য আজকের মতো বাতিল! বিধানসভায় বিক্রয় কর সংশোধনী বিল নিয়ে আলোচনা চলছিল। দলের ২ বিধায়কের বক্তব্যের পর বিজেপির কক্ষত্যাগ! জবাবি ভাষণ না শুনেই কক্ষত্যাগ করেন বিজেপি বিধায়করা। বিজেপির আচরণে ক্ষোভ সরকারপক্ষের বিধায়কদের। শেষমেশ বিজেপির বক্তব্য বাতিলের নিদান স্পিকারের। জানা যায়, নির্দিষ্ট সময় হাউজে না থাকায় বক্তব্য বাতিল বিজেপির

বিধানসভায় তুমুল উত্তেজনা! বিরোধীদের সমস্ত বক্তব্য আজকের মতো বাতিল করা হল! দি ওয়েস্ট বেঙ্গল সেলস ট্যাক্স সংশোধনী বিল নিয়ে আলোচনা চলছিল। বিজেপি জবাবি ভাষণ না শুনে চলে যায়। তাতেই তীব্র ক্ষোভ জানাতে শুরু করে শাসক দল। পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় ও অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান, ”আমরাও তাহলে বিরোধীদের বক্তব্য শুনব না। অশোক লাহিড়ী ও অম্বিকা রায় এই দুই জন আজকে বক্তব্য রাখেন। তার পরেই তাঁরা মন্ত্রীর জবাব না শুনে অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে যান। এর পরেই শাসক দল ক্ষোভ জানায়। শেষমেষ অধ্যক্ষ জানালেন, বক্তব্য রাখার পরে হাউজে নির্দিষ্ট সময় অবধি উপস্থিত না থাকলে এক্তিয়ার আছে এই সভা তাদের বক্তব্য বাতিল করার। পরিষদীয় মন্ত্রী বলেন, আমাদেরকেও ভেবে দেখতে হবে বিরোধীদের বক্তব্য আমরা এবার থেকে শুনব কিনা!