WBSSC কেলেঙ্কারি: চাকরি হারানো কর্মীদের সচিবালয় অভিমুখে বিক্ষোভ মিছিল আজ

পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন (WBSSC) নিয়োগ দুর্নীতি মামলায় চাকরি হারানো প্রার্থীরা আজ, সোমবার, রাজ্য সচিবালয় ‘নবান্ন’ অভিমুখে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছেন। দীর্ঘদিন ধরে নিজেদের চাকরি পুনঃস্থাপনের দাবিতে আন্দোলন চালিয়ে আসা এই প্রার্থীরা রাজ্য সরকারের প্রতি ‘বাধ্যতামূলক নীরবতা’ এবং ‘ন্যায়বিচারের ঘাটতি’র অভিযোগ তুলেছেন।

চাকরি হারানো এক আন্দোলনকারী জানান, “বিচারব্যবস্থা আমাদের চাকরি বাতিল করেছে, কারণ নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি হয়েছে—এটা ঠিক। কিন্তু আমরা তো ঘুষ দিইনি। তাহলে কেন আমাদের জীবন নষ্ট হবে?”

প্রার্থীদের দাবি, তারা বৈধভাবে পরীক্ষা দিয়ে যোগ্যতা অর্জন করলেও দুর্নীতির অভিযোগের কারণে সামগ্রিকভাবে নিয়োগ বাতিল হওয়ায় ন্যায্য সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন। একাধিক পর্যায়ে সাক্ষাৎ চেয়ে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেও কোনো প্রতিক্রিয়া না মেলায়, তাঁরা এবার নবান্নের দিকে রওনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

আজকের এই কর্মসূচিকে ঘিরে কলকাতা ও হাওড়ার গুরুত্বপূর্ণ সড়কপথে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে রাজ্য পুলিশ। হাওড়া ব্রিজ, মাও জেডং সরণি, এবং বিজয়কৃষ্ণ ভব্যভ এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশের এক সিনিয়র কর্মকর্তা জানান, “আমরা শান্তিপূর্ণ প্রতিবাদের পক্ষেই রয়েছি, কিন্তু আইনশৃঙ্খলা বিঘ্নিত হলে ব্যবস্থা নেওয়া হবে।”

প্রসঙ্গত, WBSSC দুর্নীতি কেলেঙ্কারিতে ইতিমধ্যেই প্রাক্তন শিক্ষামন্ত্রী, স্কুল সার্ভিস কমিশনের উচ্চপদস্থ কর্মকর্তাসহ একাধিক ব্যক্তিকে গ্রেফতার করেছে সিবিআই ও ইডি। আদালতের নির্দেশে হাজারেরও বেশি অবৈধভাবে নিয়োগ পাওয়া চাকরি বাতিল হয়েছে। ফলে একদিকে যেমন প্রকৃত যোগ্য প্রার্থীরা চাকরি হারিয়েছেন, তেমনই অন্যদিকে গোটা প্রক্রিয়াটি নিয়েই উঠেছে প্রশ্ন।

এই প্রতিবাদ কর্মসূচির মধ্য দিয়ে আন্দোলনকারীরা আরও একবার তাঁদের দাবির স্বপক্ষে সরকারকে সংবেদনশীল হওয়ার আহ্বান জানালেন। তবে সরকার ও প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি।