পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের মোবাইল ফোন ব্যবহারের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ

দীর্ঘদিনের দাবি ছিল আশা কর্মীদের যাতে তাদের কাজের জন্য মোবাইল দেওয়া হয়। দাবি মেনে নিয়ে দীপাবলিতে আশা কর্মীদের জন্য মোবাইল বাবদ ১০ হাজার টাকা বরাদ্দ করেছিলেন মুখ্যমন্ত্রী। আর মুখ্যমন্ত্রীর দেওয়া মোবাইল ব্যবহারের ক্ষেত্রে বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করেছে সরকার।

পাশাপাশি নির্দিষ্ট সময় মোবাইল রিচার্জের টাকা ও দেওয়া হচ্ছে না। মোবাইল ব্যবহারের ক্ষেত্রে নিষেধাজ্ঞা বাতিল করতে হবে, এই দাবি নিয়ে মালদা জেলা শাসকের দপ্তরে, বিক্ষোভ ডেপুটেশন, পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের।

মঙ্গলবার মালদা শহরের রথবাড়ি মোড় থেকে মিছিল করে গোটা শহর ঘুরে জেলাশাসকের দপ্তরে এসে তারা ডেপুটেশন দেন।