সামনেই বিধানসভা ভোট, ভোটের মুখেই দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন পাচ্ছে পশ্চিমবঙ্গ। ট্রেন চলবে হাওড়া থেকে অসমের গুয়াহাটি পর্যন্ত। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, ১৭ বা ১৮ই জানুয়ারি হাওড়া-গুয়াহাটি বন্দেভারত স্লিপারের উদ্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
জানা গিয়েছে, বন্দে ভারত থার্ড AC-র ভাড়া হবে ২ হাজার ৩০০ টাকা।সেকেন্ড AC-র ভাড়া হবে ৩ হাজার টাকা। আর ফার্স্ট AC-র ভাড়া হবে ৩ হাজার ৬০০ টাকা।
গুয়াহাটি থেকে যে ট্রেনটি আসবে, সেখানে অসমিয়া খাবার দেওয়া হবে যাত্রীদের। আর হাওড়া থেকে যে ট্রেনটি আসবে, সেখানে যাত্রীদের দেওয়া হবে বাঙালি খাবার। যাত্রীদের আরামের কথা মাথায় রেখে গোটা ট্রেনে রয়েছে বিশেষ ধরণের ল্যাডার বা সিঁড়ি। যা দিয়ে খুব সহজে, নিরাপদে ও আরামে ওঠা বা নামা যাবে আপার বার্থে। ট্রেনের প্রত্যেকটা বার্থ মোড়া রয়েছে আরামদায়ক কুশানে যা যাত্রীদের যাত্রার স্বাচ্ছন্দ্য আরও বাড়িয়ে দেবে।
ট্রেনে দিব্যাঙ্গনদের জন্য থাকছে বিশেষ ব্যবস্থা। থাকছে প্যাসেঞ্জার ইনফরমেশন সিস্টেম, প্যাসেঞ্জার ইমার্জেন্সি টক ব্যাক সিস্টেম ও আধুনিক শৌচাগার।
