পশ্চিমবঙ্গ পুলিশ, গোদরেজ কনজিউমার প্রোডাক্টস লিমিটেড (জিসিপিএল) এর সঙ্গে মিলে পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমানে একটি অবৈধ জাল উৎপাদন ইউনিটে অভিযান চালায়। অভিযানে উল্লেখযোগ্য পরিমাণে নকল গুডনাইট সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে, যার মধ্যে রয়েছে ১,৩৭০টি ফিনিশড ফ্ল্যাশ রিফিল প্যাক এবং লেবেলযুক্ত ১,৪৯১টি ভরা বোতল।
অভিযুক্তদের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করা হয়েছে এবং কর্তৃপক্ষ বিপজ্জনক পণ্য যাতে বাজারে ছড়িয়ে না পরে সেজন্য ডেলিভারি লিঙ্ক ট্র্যাক করছে। জিসিপিএল গ্রাহকদের আস্থা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ এবং পণ্য কেনার সময় সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিয়েছে।
গ্রাহকরা সন্দেহজনক পণ্য পেলে care@godrejcp.com অথবা 1800-266-0007 নম্বরে রিপোর্ট করতে পারবেন।
