জলপাইগুড়ি সায়েন্স অ্যান্ড নেচার ক্লাবের জাদুঘরে একটি সত্যিকারের ডাইনোসরের ডিম দেখতে এখন উপচে পড়ছে ভিড়। শুনতে অবাস্তব মনে হলেও এটি সত্যি। ডিমটি ‘টাইট্যানো সাউরাস’ প্রজাতির ডাইনোসরের, যাদের অস্তিত্ব ছিল প্রায় ১৩৫ মিলিয়ন বছর আগে।
প্রতি রবিবার সন্ধ্যায় এই বিরল জীবাশ্মটি দেখতে ছাত্রছাত্রী থেকে শুরু করে প্রবীণরাও ভিড় করছেন। ক্লাবের সম্পাদক রাজা রাউত বলেন, এটি একটি অসাধারণ সুযোগ, যা জেলার মানুষকে প্রাচীন জীবজগতের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ করে দিচ্ছে।
ডাইনোসরের ডিম ছাড়াও জাদুঘরে ওই প্রাণীর হাড়গোড়ও রয়েছে। ক্লাবের মূল লক্ষ্য হলো বিলুপ্তপ্রায় প্রাণী ও জীবাশ্ম সংগ্রহ করে সেগুলো সংরক্ষণ ও গবেষণার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়ানো। রাজা রাউত জানান, ডিমটি আসার পর থেকে জাদুঘরে দর্শনার্থীর সংখ্যা কয়েকগুণ বেড়েছে। তবে তিনি আক্ষেপ করে বলেন যে জায়গার অভাবে আরও অনেক দুর্লভ সামগ্রী প্রদর্শন করা যাচ্ছে না।
