কি নির্দেশ এলো কোর্টের তরফে

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই সম্প্রতি গ্রুপ সি, গ্রুপ ডি-তে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন।

নির্দিষ্ট সময়সীমার মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার আবেদন জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন ‘যোগ্য’ শিক্ষাকর্মীদের একাংশ। সোমবার তাদের আর্জি খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। শিক্ষাকর্মীদের নিয়োগের প্রক্রিয়ায় কোনওরকম হস্তক্ষেপ করতে রাজি নয় বলে জানিয়ে দেয় সুপ্রিম কোর্ট। শিক্ষক নিয়োগের মতো গ্রুপ সি এবং গ্রুপ ডি অর্থাৎ শিক্ষাকর্মীদের নিয়োগের ক্ষেত্রেও যাতে সময়সীমা বেঁধে দেওয়া হয়, সেই সংক্রান্ত আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন ‘যোগ্য’ শিক্ষাকর্মীদের একাংশ। মামলাকারীদের বক্তব্য ছিল, সময়সীমা বেঁধে না দেওয়া হলে নিয়োগ নিয়ে কোনও নিশ্চয়তা পাচ্ছেন না তাঁরা।