কবে থেকে শুরু হচ্ছে শীতকালীন অধিবেশন

মাঝে অপেক্ষা আর কয়েকটা মাসের, তারপরেই আসন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন। চারদিকেই চলছে সাজ সাজ রব। তৎপর ভাবে কাজ করছে রাজনৈতিক দলগুলি। এই আবহে এবার বঙ্গে যখন SIR প্রক্রিয়া নিয়ে সরগরম রাজনীতি, ঠিক তখনই শুরু হতে চলেছে সংসদের শীতকালীন অধিবেশন।

সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু এক্স (সাবেক টুইটার)-এ একটি পোস্ট করে জানালেন, আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হবে সংসদের শীতকালীন অধিবেশন, যা চলবে ১৯ ডিসেম্বর পর্যন্ত। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ইতিমধ্যেই এই প্রস্তাবে সম্মতি দিয়েছেন। তবে লক্ষণীয়ভাবে, এবারের অধিবেশন মোদি সরকারের আমলের সবচেয়ে ছোট পূর্ণাঙ্গ অধিবেশনগুলির মধ্যে একটি হতে চলেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, অধিবেশন ছোট হলেও তা হতে চলেছে যথেষ্ট গুরুত্বপূর্ণ ও বিতর্কে ঘেরা। কারণ, সরকার এই অধিবেশনে একাধিক বিতর্কিত বিল পেশ করার পরিকল্পনা নিয়েছে বলে সূত্রের খবর। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচিত ‘এক দেশ, এক নির্বাচন’ বিল, যা দেশজুড়ে একই সঙ্গে লোকসভা ও রাজ্য বিধানসভা নির্বাচনের প্রস্তাব দেয়।