কবে থেকে নতুন ভোটারদের নাম তালিকাভুক্ত হবে

মাঝে অপেক্ষা আর কয়েকটা মাসের, তারপরেই আসন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন। চারদিকেই চলছে সাজ সাজ রব। তৎপর ভাবে কাজ করছে রাজনৈতিক দলগুলি। এই আবহে এসআইআর নিয়ে বিভিন্ন সময় নতুন নতুন তথ্য জানতে পারা যাচ্ছে। ভোটার তালিকার সংশোধনীতে তৎপর নির্বাচন কমিশন।

সম্প্রতি কমিশনের তরফে জানানো হয়েছে, নতুন ভোটারদের অনলাইনে নাম তুলতে হবে। অফলাইনে নাম তুলতে পারবেন না তাঁরা। অনলাইনে ফর্ম ৬ পূরণ করে নাম তুলতে হবে নতুন ভোটারদের। এর আগে পর্যন্ত অবশ্য নিয়ম ভিন্ন ছিল। অনলাইন এবং অফলাইন দুরকম ভাবেই নাম তুলতে পারতেন নতুন ভোটাররা। ভোটার তালিকা থেকে মৃত ভোটারের নাম বাদ দেওয়া নিয়েও কড়া হয়েছে কমিশন।

নির্বাচন কমিশনের তরফে স্পষ্ট জানানো হয়েছে, কোনও মৃত ভোটারের নামে যদি এনুমারেশন ফর্ম ফিল আপ করা হয় তবে যিনি ফিল আপ করেছেন তাঁকে সমস্যার সম্মুখীন হতে হবে। উল্লেখ্য, আগামী ৯ ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। নতুন ভোটাররা তারপরেই অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবেন।