কবে মিলবে প্রকল্পের টাকা

বর্তমান শাসকদল বাংলার ক্ষমতায় আসার পর থেকেই কেন্দ্র সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ রাজ্য সরকারের। একাধিক কারণ নিয়ে কেন্দ্র-রাজ্য সংঘাত পশ্চিমবঙ্গের বহু পুরনো ঐতিহ্য। হাইকোর্টের নির্দেশের পরও এখনও একশো দিনের কাজ নিয়ে টালবাহানা অব্যাহত।

রাজ্যে প্রায় তিন বছর ধরে ‘মহাত্মা গান্ধীর রুরাল এমপ্লয়মেন্ট প্রকল্প’ (১০০ দিনের কাজ) বন্ধ রয়েছে। সম্প্রতি এই সংক্রান্ত মামলায় ১ অগস্ট থেকে ১০০ দিনের কাজ প্রকল্প চালু করতে হবে বলে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ।

আদালতের নির্দেশ ছিল, এই প্রকল্প চালু হওয়ার পরে যাতে কোনও অনিয়ম যাতে না হয় সে দিকে কেন্দ্র এবং রাজ্য সরকারকে এক যোগে লক্ষ্য রাখতে হবে। কিন্তু প্রকল্প অনির্দিষ্টকালের জন্য কিছুতেই বন্ধ করে রাখা যাবে না। হাইকোর্টের সেই নির্দেশের পর এক মাস হতে চলল। সূত্রের খবর, এখনও পর্যন্ত রাজ্যে টাকা পাঠানোর বিষয়ে কেন্দ্র তরফে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।